ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ফজিলত

লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ফজিলত


হযরত ইব্রাহীম আঃ থেকে যে কলেমা নবী ও রাসুলগণের উত্তরাধিকার হিসেবে চলে আসছে, তা হল ” লা ইলাহা ইল্লাল্লাহ। ” হযরত ইব্রাহীম আঃ থেকে কিয়ামত পর্যন্ত আগত তাঁর অনুসারী ও অনুগামীদের জন্যে এ কালেমা রেখে গিয়েছেন। এ কালেমার বদৌলতে আকাশ ও পৃথিবী বিদ্যমান আছে এবং যার ওপর পরম করুনাময় আল্লাহ তাআলা সকল মাখলুকের ফিতরতকে প্রতিষ্ঠািত করেছেন।।
সকল দ্বীনী কর্মকান্ডের মূল হল আল্লাহ ও তাঁর রাসুল সঃ এর প্রতি মুহব্বত। সকল দ্বীনী বক্তব্য ও আলোচনার মূল হচ্ছে , আল্লাহ এবং তাঁর রাসুল সঃ প্রতি বিশ্বাস। যে বিষয় আল্লাহ এবং তাঁর রাসুল সঃ এর প্রতি পরিপূর্ণ মুহব্বেতের পথে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তা ঈমানের পরিপন্থী

লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সকল ফরজ ও সুন্নাহর ভিত্তি ও স্তভ। এ কালেমার দ্বারাই রক্ত,বংশ ও সম্পদের সুরক্ষা হয়। এর দ্বারাই কবর ও জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া যাবে।এ কালেমা ছাড়া কোন ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ কালেমা আল্লাহর মজবুত রশি। এ রশি শক্তভাবে ধরে আগ্রসর হওয়া ছাড়া মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না।এ কালেমার দ্বারাই মুসলমান ও অমুসলমান,প্রিয় ও অভিশপ্তের মধ্যে পার্থক্য প্রকাশ পায়। এ কালেমা সম্পর্কে হযরত রাসুল সঃ বলেন,” যে ব্যক্তির শেষ উক্তি হবে, লা ইলাহ ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে।” যে ব্যক্তি মৃত্যুর সময়ে এ কালেমা পড়া আবস্হায় মৃত্যু বরণ করবে, সে জান্নাত লাভ করবে। যে ব্যক্তি সারা জীবন অন্তরে এ কালেমা ধারণ করবে, তার রুহ জান্নাতুল মাওয়াতে বিচরণ করবে এবং সারা জীবন আরাম- আয়েশে থাকবে।
মহান আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কুরআনের আন নাজিয়াতের ৪০-৪১ নং আয়াতে বলেন, ” পক্ষান্তরে যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল- খুশী থেকে নিজেকে বিরত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। ”
অতএব, যে ব্যক্তি মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আন্তরিক, তার সারা জীবন হল পবিত্র জীবন এবং আনন্দ – উল্লাসময় জীবন। সে হল সবচেয়ে সুখী। আর এটাই হল জান্নাত, যা দুনিয়াতে অর্জিত হয়।
( শায়খুল ইসলাম ইবনুল কাইয়িম জাওযী রহঃ কর্তৃক প্রনীত পরকালের সম্বল গ্রন্হ থেকে সংগৃহীত)।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...