ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে প্রথম করোনা উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশনে এক নারীর মৃত্যু

পিরোজপুরে প্রথম করোনা উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশনে এক নারীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধঃ পিরোজপুরে এই প্রথম করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সন্ধ্যা হালদার নামের একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নিজাম উদ্দীন। ডাঃ নিজাম উদ্দীন জানান, মৃত সন্ধ্যা হালদার গত বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট ও জ¦র সমস্যা নিয়ে জেলা হাসপাতালে আসলে তাকে ভর্তি করা হয়। পরে করোনা সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয় এবং শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত নারী করোনায় আক্রান্ত কি-না জানতে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত সন্ধ্যা হালদারকে পুলিশ হেফাজতে পৌরসভার মুক্তারকাঠী গ্রামের তার বাড়িতে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের সুশীল হালদারের স্ত্রী বলে হাসপাতাল সূত্র জানায়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...