ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে প্রথম বৃদ্ধ করোনা রোগী সনাক্ত

কাউখালীতে প্রথম বৃদ্ধ করোনা রোগী সনাক্ত


দেবদাস মজুমদার :পিরোজপুরের কাউখালীতে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়ে। পিরোজপুরের সিভিল সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন । আক্রান্ত ব্যক্তির (৭২) বাড়ি কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে। তাকে নিজ আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তার বাড়ি আশপাশে বসতি লকডাউন করা হয়েছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহামুদ রাসেল জানান, গত সোমবার (২৭ এপ্রিল) সকালে কাউখালী উপজেলা থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধ তার কাছে শ্বাসকষ্টের চিকিৎসা নিতে আসেন। এ সময় তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ল্যাবের কর্মকর্তারা ঝালকাঠীর সিভিল সার্জনের কার্যালয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে প্রতিবেদন পাঠায়। পরে ঝালকাঠী থেকে পিরোজপুর সিভিল সার্জনকে এ তথ্য জানানো হয়।

খবর পেয়ে কাউখালী উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে সংশ্লিষ্টদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তিকে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তার আরেকটি বাড়ির দোতলায় একটি রুমে আইসোলেশনে রাখা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শিয়ালকাঠী গ্রামের করোনা রোগী সনাক্ত হওয়ার পর সেখানে লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তার স্ত্রীকে তাদের আরেকটি বাড়ির আলাদা দুই কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...