ব্রেকিং নিউজ
Home - উপকূল - করোনা উপলক্ষে মঠবাড়িয়ায় সোমবার রোজা ও দোয়া দিবস ঘোষণা

করোনা উপলক্ষে মঠবাড়িয়ায় সোমবার রোজা ও দোয়া দিবস ঘোষণা

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রামণ থেকে পরিত্রাণের জন্য আগামী সোমবার (২০শে এপ্রিল) মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে রোজা, কুরআন তিলাওয়াত ও দোয়া দিবস ঘোষণা করা হয়েছে৷ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাও. সিদ্দিকুর রহমান এদিন সকলে তার নিজ অবস্থান থেকে সাধ্যমত রোজা পালন, কুরআন তিলাওয়াত ও দুআ’ করার আহবান জানান৷ মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঐদিন (সোমবার) আসরের পর শুধুমাত্র কুরআনে হাফিজ ও উলামাদের সমন্বয়ে কুরআন খতম করা হবে এবং মাগরিবের পর দোয়া পরিচালনা করা হবে৷

বিশেষ দুআ ও জিকির সম্পর্কে তিনি বলেন, প্রত্যেকে সোমবারের পূর্বে অন্তত ১০০ বার দুআ ইউনুস, ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০ বার ইস্তেগফার ও ১০০ বার দুরূদ আন্তরিকভাবে পাঠের জন্য সকলকে নসিহত করেন৷

এ প্রসংগে দক্ষিণ বন্দর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোঃ শাহজালাল বলেন, দোয়া হচ্ছে সকল ইবাদাতের মূল৷ প্রত্যেক মুসলিম মনে করেন করোনা ভাইরাস হচ্ছে, মানুষের পাপের ফসল নামক গজব৷ এটা অবিশ্বাসীদের/পাপীদের প্রতি আল্লাহর গজব আর মুমিনদের জন্য পরীক্ষা৷ এই পরীক্ষা/গজব থেকে পরিত্রাণের জন্য নেক আমালর মধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন জরুরী৷ আল্লাহ তায়ালা বান্দাহদের প্রতি সন্তুষ্ট হন কেবলমাত্র গুনাহের কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি তাওবাহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে৷ তিনি সকল মুসলিমদে সকল গুনাহ ছেড়ে দেয়ার পাশাপাশি জাতীয়ভাবে খাঁটি তাওবার আহবান জানান৷ তিনি আরো বলেন, গুনাহের কাজ ও উপকরণ অবশিষ্ট রেখে কেবলমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়৷ তিনি সকলকে গুনাহমুক্ত জিন্দেগী গঠন করে দোয়ায় শামিল হওয়ার আহবান জানান৷

উল্লেখ্য, দোয়া দিবসের ব্যপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বাংলাদেশ আওয়ামীলীগ, মঠবাড়িয়া উপজেলা শাখার সহ-সভাপতি আরিফ-উল-হক ।

দোয়া অনুষ্ঠানটি অনলাইন মাধ্যম মঠবাড়িয়া ভিউয়ের ফেসবুক পেজ থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা যায়।

 

তথ্যসূত্রঃ মঠবাড়িয়া ভিউ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...