ব্রেকিং নিউজ
Home - সাহিত্য কথা - ধ্যনমগ্ন হও একাকি প্রহরে “বন্দীর বয়ান”

ধ্যনমগ্ন হও একাকি প্রহরে “বন্দীর বয়ান”

🌿

হা মানুষ, তোমার হাতে কোনও ক্ষমতা নাই ।
তুমি প্রকৃতির শক্তির কাছে এখন পরাস্ত, গৃহবন্দী
একবার ভাবো ….
তুমি মানুষ এতোকাল মানুষ ঠকিয়েছো !
তুমি মানুষ অন্যের সম্পদ হরণ করেছোা
তুমি মানুষ আর মানুষ নাই
তুমি মানুষ বন্দী ঘরে একাকি।

বনভূমি গিলে খেয়েছো, গিলেছো খাল,নদী,জলাধার
পরশ্রী কাতর তুমি মানুষ লোভাতুর
গিলেছো কৃষকের ঘামের ফসল, তার ন্যায্যতা ।
আর নিরন্ন মানুষের বুকে
তোমার লাথির দাগ এখনও দগদগে ক্ষত ।
তুমি রাষ্ট্রের সম্পদ চুরি করে গিলেছো !

তুমিই মারণাস্ত্র বানিয়ে মেরেছো প্রকৃতির সন্তান
তুমি অবলীলায় সমাজে অস্থিরতা করে
তারুণ্যকে উল্টোপথে হাঁটিয়েছো।

তুমি মানুষ হয়ে মানুষকেই তুচ্ছ ভেবে
মানুষকেই পায়ে দলেছো।
তুমিই ধর্মের ভুল দোয়াই দিয়ে বিশ্বময়
মানুষের বুকে আঘাত করেছো।
এখন দ্যাখো এক অদৃশ্য ঘাতকের হাতে
তুমি দম্ভ মানুষ কি অবলীলায় বন্দী প্রাসাদঘরে ।

তুমি মানো আর নাই জানো মানুষ
তোমার হাতে এখন আর কোন ক্ষমতা নাই।
তোমার স্বজনদের হাতেও নাই ।
ক্ষমতা নাই মানুষ কারও হাতে।

একবার ভাবো মৃত্যু ঘাতক তোমায় এখন ঘুমঘোরেও তাড়ায় ।
তুমি মানুষ প্রকৃতির কাছে আসলে এক অসহায় আদিম।
তুমি মানুষ জেনে রাখো, তুমিই প্রকৃতিরই সন্তান
প্রকৃতি যদি তোমায় বাঁচায় তাহলে তুমি হয়তো আবারও
পৃথিবীর সুখময় মায়া আগলে কিছু কাল বেঁচে যেতেও পারো।
ভেবে দ্যাখো, যে প্রকৃতি তোমায় বাঁচিয়েছে
তাকেই তুমি নির্দয় মেরেছো ।
তারাও বাঁচতে চেয়ে কেঁদেছে রাতের পর রাত।

তাথাপি গৃহবন্দী তুমি যদি মুক্তি পাও
যদি প্রকৃতি তোমায় সত্যি বাঁচায়,
বেঁচে গেলে তুমি মানুষ আবার সহজ মানুষ হয়ে ফিরে এসো ।
যদি না আসো তাহলে অদৃশ্য তোমায় তাড়াবে
মানুষের হাতে আজ আর কোনও ক্ষমতাই নাই।

গৃহবন্দী তুমি ঘুমঘোরে রোজ রাতে রক্তপাতে
নিয়ত মৃত্যুর দিকেই যাবে।
তার চেয়ে মানুষ তুমি ধ্যানমগ্ন হও একাকি প্রহরে ।
দুই হাত তুলে বিধাতার কাছে
নতজানু হয়ে বলো-
আমি জীবন ভালোবেসে বাঁচতে ভালোবাসি
চিৎকার করে বলো, আমি মানুষ হয়ে ফিরতে ভালোবাসি।

জেনে রাখো শুদ্ধ রুহু নিয়ে একদা
তুমি পৃথিবীতে এসছিলে
একদিন তোমাকে বিধাতাই আবার ফিরিয়ে নেবেন ।
নিশ্চিত থাকো মানুষ, করুণাময় তিনি
নষ্ট রুহুর প্রতিপালক তিনি নন।

🌀

১৭ এপ্রিল -২০২০

Leave a Reply

x

Check Also

সানজিদা আক্তারের কবিতা “তুমি আমার বাংলাদেশ”

তুমি আমার বাংলাদেশ, তোমার বুকে মাথা রেখে ফেলতে চাই শেষ নিঃশেষ। তোমার আলো, তোমার ছায়া ...