ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়া সরকারী সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের মাঝে পিপিই বিতরণ

মঠবাড়িয়া সরকারী সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের মাঝে পিপিই বিতরণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা মোকাবেলার অংশ হিসেবে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) কর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার (১২ই এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রায় ২০০ পিচ পিপিই ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরকারীভাবে প্রাপ্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান সাহেব৷ তিনি এগুলো হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করে দেন৷

তিনি জানান, করোনা পরিস্থিতে চিকিৎসকদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি৷ বিশেষ করে, করোনায় আক্রান্তের চিকিৎসার ক্ষেত্রে৷ তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, সেবাই চিকিৎকের পরম ধর্ম৷ কোন পরিস্থিতে একজন চিকিৎসক চিকিৎসা সেবা থেকে নিজেকে বিরত রাখতে পারে না৷ এই পিপিই ও সুরক্ষা সামগ্রী চিকিৎসকদের সেবাদানে রক্ষাকবজ হিসেবে কাজ করবে৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...