ব্রেকিং নিউজ
Home - উপকূল - আগামী বুধবার থেকে মঠবাড়িয়া পৌরসভা বাজার বসবে কে এম লতিফ স্কুলের খেলার মাঠে

আগামী বুধবার থেকে মঠবাড়িয়া পৌরসভা বাজার বসবে কে এম লতিফ স্কুলের খেলার মাঠে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ আগামী বুধবার থেকে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা বাজার বসবে কে এম লতিফ স্কুলের খেলার মাঠে। আজ উপজেলা নির্বাহী অফিসারে কক্ষে ভার্প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সাথে অনুষ্ঠিতশ বনিক সমিতির সাথে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকারী নির্দেশ অনুযায়ী উপজেলার হাট বাজার সহ সকল ব্যাবসায়িক কার্যক্রম অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে।

 

এ খবর ছড়িয়ে পড়লে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক মেহেদী হাসান জয় তার ফেসবুকে লিখেন, এসিল্যান্ড মঠবাড়িয়া জনাব রিপন বিশ্বাস স্যারকে ধন্যবাদ জানাই আমাদের আবেদনের যতেষ্ট মূল্যায়ন ও আমলে নেয়ার জন্য।”আগামী বুধবার থেকে মঠবাড়ীয়া পৌরসভা বাজার বসবে( কে.এম.লতিফ স্কুলের খেলার মাঠে”)

🏁বিষয়গুলো ক্রেতা বিক্রেতার উপর বাধ্যতামূলক করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছিঃ

📌 নির্দিষ্ট রেখা চিহ্নিত চক্রে বিক্রেতা ও ক্রেতাকে বসতে ও দাড়াতে হবে।
📌 এক বিক্রেতার কাছে ২ জনার বেশি দাড়াতে পারবে না।
📌সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।
📌বাজারে প্রবেশ ও বের হওয়ার সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাত ধৌতর স্থানে হাত ধুতে হবে।
@ বা সবাইকে হ্যান্ড গ্লোবজ ব্যবহার করতে হবে।
📌সাইনবোর্ডে বিক্রেতার মালামাল ও তার দাম উল্লেখ থাকবে।

মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার তার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, “আগামী বুধবার মঠবাড়িয়া পৌরশহরের শহীদ মোস্তফা খেলার মাঠে হাট বসবে। সামাজিক হাট । এখন দেখতে চাই আমরা কতটা শৃংখলা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখি। আমরা চাই কেবল চাই কিন্তু শৃংখলা মানিনা। সেটা নিশ্চয়ই এ সংকটময় সময়ে আমরা যেন না করি।আসুন জীবন নিরাপদ রাখি, গোটা দেশের মানুষকে নিয়ে সুস্থ জীবনে বাঁচি।”

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...