ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বোনের মৃত্যুশোক সইতে না পেরে মারা গেলেন তহমিনা বেগম

বোনের মৃত্যুশোক সইতে না পেরে মারা গেলেন তহমিনা বেগম

বোনের মৃত্যুশোক সইতে না পেরে চাচাত বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪ দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলালের মা সাহেদা বেগম (৮০) খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত রোববার রাতে ইন্তেকাল করেন। বোনের মৃত্যুর শোক সইতে না পেরে তার চাচাত বোন তহমিনা বেগম (৬৭) শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামে পাশাপাশি বাড়িতে দুই বোন বেড়ে ওঠেন। সাহেদা বেগম বয়সে বড় হলেও তাদের মধ্যে গভীর সখ্যতা ছিল। যৌবনে পদার্পণ করলে ছয় মাসের ব্যবধানে তাদের বিয়ে হয়। স্বামীর বাড়িতে পৃথক বসবাস করলেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। সন্তানরা বড় হওয়ার পরও তাদের মধ্যে সম্পর্কের কমতি ছিল না। পরবর্তীতে ৬ মাসের ব্যবধানে দু’জনের স্বামীই মারা যান।

স্বামী মারা গেলে হঠাত্ সাহেদা বেগম অসুস্থ হয়ে পড়েন। বৃদ্ধ বয়সে এসেও সাহেদা বেগমের অসুস্থতার খবর পেয়ে তার কাছে গিয়ে তহমিনা বেগম সেবাযত্ন করতেন। পরে সাহেদা বেগম চিকিত্সাধীন অবস্থায় গত রোববার খুলনায় মারা যান। তার মৃত্যুর পর তহমিনা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দুই বোনের গভীর ভালোবাসা ও বৃদ্ধ বয়সে এসে একই সাথে মৃত্যুতে উভয় পরিবারে শোকের মাতম চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...