ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - এসিল্যান্ড রিপন বিশ্বাসের শব্দাবলী

এসিল্যান্ড রিপন বিশ্বাসের শব্দাবলী

এসেছে আদেশ, জনসমাবেশ
করিতে হইবে বন্ধ
আমি নিধিরাম, গায়ে দিলো ঘাম
পাই বিপদের গন্ধ!

লোক তিন চার, সাথে যে আমার
যাই বাজারের কাছে
লোকে একাকার, এপার ওপার
দোকানের আগে পাছে!

কহিলাম সবে- “বাজারে কি হবে?
বাড়ি চলে যান ভাই
করোনা ধরিবে, সকলে মরিবে
বাঁচার উপায় নাই।”

শুনে হাসে তারা- “কে দিবে পাহারা?
যা খুশি করিবো তাই
ছেলে তোর মত, সাহস যে কত
আমারে ডাকিস ভাই?

তোর দ্বারা কিছু, হবে না রে বিছু
মাঠে গিয়ে খা ঘাস
যেতে কহে বাসায়? মনিবেরে শাসায়?
ব্যাটা তুই ক্রীতদাস!”

মস্তকে বাজ, এ কি হলো আজ
হঠাৎ হইলো চেতন
এদের দয়ায়, করের টাকায়
আমার যে হয় বেতন!

চলে আসি শোকে, জেনে গেলে লোকে
খবরে আসিবে কাল
মিডিয়া হলুদে, আসলে ও সুদে
তুলিয়া লইবে ছাল!

ঘরে বসে শোকে, জল আসে চোখে
আনচান করে চিত্ত
মোর হাতে নাই, এদের দাওয়াই
আমি যে কেবলই ভৃত্য!

 

লেখকঃ
রিপন বিশ্বাস স্যার

এসিল্যান্ড ও
ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার,
মঠবাড়ীয়া

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...