ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন তাবলিগ ফেরত বৃদ্ধ

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন তাবলিগ ফেরত বৃদ্ধ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তাবলিগ ফেরত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারানিয়া গ্রামে নিজ বাড়িতে তাবলিগ ফেরত বৃদ্ধ বজলুর রহমান হাওলাদার (৭০) মারা যায় বলে জানান শাঁখারীকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান গাউস।
মৃত ব্যক্তির মেয়ে জামাই মিলন জানান, তার শ্বশুর ৪ মাসের চেল্লায় দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাবলিগ জামাতে সময় লাগিয়ে গত ২৬ মাচর্ বাড়িতে ফিরে আসেন। গত কয়েকদিন ধরে হালকা জ্বর ও গলাব্যথা ছিল এবং আজ ভোররাতে মারা যায়।
নাজিরপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে প্রেরণ করা হয়েছে এবং উক্ত এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে প্রেরণ করার ব্যবস্থা চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...