ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় মিলল বিরল ‘সাকার ফিস’

মঠবাড়িয়ায় মিলল বিরল ‘সাকার ফিস’

মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদুৎ সাওজাল (৩৫) নামে এক সৌখিন জেলের জালে মঙ্গলবার আটকা পরলো বিরল প্রজাতির “সাকার ফিস” নামে একটি মাছ। বিরল প্রজাতির এ মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভীর জমায়। বিদুৎ সাওজাল মঠবাড়িয়া পৌর শহরের ৭.৮.৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর মঞ্জু রানীর ছেলে।

বিদুৎ সাওজাল জানান, প্রতিবছর শখেরবসে তিনি বাড়ির সামনের জলাশয় জাল পেতে মাছ ধরেন। সম্প্রতি অব্যহত ভারী বর্ষণে এলাকার মাঠ-ঘাট পানিতে তলিয়ে গেলে শখেরবসে সোমবার রাতে বাড়ির সামনের জলাশায় মাছ শিকারের জন্য জাল ফেলে। মঙ্গলবার সকালে ওই জাল তুলত গেলে রুই,পুটি, তেলাপিয়া ও শোলসহ অসংখ্য মাছের পাশাপশি বিরল প্রজাতির ‘সাকার ফিস’ নামের মাছটি ভেসে ওঠে। মাছটি ১৬ ইঞ্চি লম্বা ও ৮০০ গ্রাম ওজনের। বিরল প্রজাতির এ ধরা পরা খবর মূহুর্তে ছড়িয়ে পরলে মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভীর জমায়।

স্থানীয় বাসিন্দা ফাহিমা আক্তার জানান, এ রকমের মাছ দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কারন এর আগে এ রকমের মাছ দেখিনি এবং মাছের নামটিও জানা ছিলো না।

মঠবাড়িয়া উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ‘সাকার ফিস’ বিরল প্রজাতির মাছ । বন্যার পানিতে ভেসে এসেছে। মাঝে-মাঝে এধরনের মাছ ধরা পড়ার খবর পাওয়া যায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...