ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় অসহায় প্রবীণ দম্পতির দুয়ারে মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের খাদ্য ও বস্ত্র সহায়তা

মঠবাড়িয়ায় অসহায় প্রবীণ দম্পতির দুয়ারে মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের খাদ্য ও বস্ত্র সহায়তা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴

ভাঙাাচোরা পলিথিন ঘেরা ঘর আর করোনার লকডাউনে কর্মহীন অসহায় চরম দারিদ্রক্লিষ্ট পিরোজপুরেরর মঠবাড়িয়ার টিকিকটা ইউনিয়নের ছোটশিংগা গ্রামের প্রবীণ দম্পতি জুলফিকার প্যাদা(৬৮) ও পিয়ারা বেগম(৬০) এর ঘরে খাদ্য ও বস্ত্র সহায়তা পৌঁছে দিলো মানবিক ও সামাজিক সংগঠন মঙ্গল আলোয় ফাউণ্ডেশন। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে এ অসহায় দুই প্রবীণের হাতে খাদ্য সহায়তা তুলে দেন , মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আলোকচিত্রী দেবদাস মজুমদার, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, নারী উন্নয়ন কর্মী কোহিনুর বেগম।
সহায়তা হিসেবে তাদের ১০ কেজি চাল, দুই লিটার তেল, তিন কেজি আলু, এক কেজি পিয়াজ, দুই কেজি চিনি, এক কেজি লবন প্রদান করা হয়। এছাড়াও দুই প্রবীনকে শাড়ি লুঙ্গিী দেওয়া হয় ।
মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নার্গিস সুলতানা ও সহকারি প্রতিষ্ঠাতা মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, সামাজিক সংগঠন মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের উদ্যোগে করোনাকালের প্রথম ধাপে তিন হাজার দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এবার করোনার দ্বিতীয় ধাপে এ সহায়তা অব্যহত রয়েছে।
উল্লেখ্য, মঠবাড়িয়ার ছোটশিংগা গ্রামের অসহায় প্রবীন দম্পতি একটি ভাঙাচোরা পলিথিন ঘেরা ঘরে অতি কস্টে বসবাস করেন। তাদের দেখার মতোন কেউ নেই। এ নিয়ে স্থানীয় সাংবাদিক ও আলোকচিত্রী একটি ভিডিও চিত্র সামাজিক ডযাগাযোগ মাধ্যমে পোস্ট করেন, এছাড়া স্থানীয় অনলাইন আজকের মঠবাড়িয়াঢ এ দুই প্রবীণের অসহায়ত্ব নিয়ে তিনি একটি মানবিক প্রতিবেদন লেখেন। এতে সাড়া দিয়ে মঙ্গল আলোয় ফাউণ্ডেশন অসহায় দুই প্রবীনের জন্য খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...