ব্রেকিং নিউজ
Home - অপরাধ - শরণখোলায় বস্তাভর্তি হরিণের মাংসসহ দুই পাচারকারি আটক

শরণখোলায় বস্তাভর্তি হরিণের মাংসসহ দুই পাচারকারি আটক

মাহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 🔴
বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশ ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। এসময় তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন, ওই ইউনিয়নের বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) এবং ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)। তাদেরকে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে হরিণের মাংস পাচারের খবর পেয়ে ওই রাতে পুলিশের একটি দল সোনাতলা গ্রামের পিলের রাস্তায় অবস্থান নেয়। এসময় দুই পাচারকারী একটি মোটরসাইকেলে করে প্লাস্টিকের বস্তাভর্তি হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

ওসি সাইদুর রহমান আরো জানান, জব্দকৃত হরিণের মাংসের মূল ব্যবসায়ী তাফালবাড়ী বাজারের মৃত আব্দুল হক হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম তারেক। জিজ্ঞাসাবাদে আটক দুই পাচারকারী এই তথ্য জানিয়েছে। জব্দ মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...