ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ জয়ী

পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ জয়ী

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরে পুলিশের আয়োজনে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পিরোজপুর সদর উপজেলা একাদশ জয় লাভ করেছে। আজ শুক্রবার বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মঠবাড়িয়া উপজেলা একাদশকে ৩-২ গোলে পরজিত করে পিরোজপুর সদর উপজেলা একাদশ বিজয় অর্জণ করে । খেলায় চ্যাম্পিয়ান দলকে ট্রফি ও ১ লক্ষ ৫০ হাজার টাকা সম্মানী ও রানার্স আপ দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা সম্মানী প্রদন করা হয়।
গৃহয়ান ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরস্কার বিতরন করেন।
এসময় গৃহয়ান ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, মাদক ও দুর্নীতিকে আমরা যদি সমুলে বিনাশ করতে না পাড়ি তবে আমাদের অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে না। ৩০ লক্ষ শহীদের আত্মায় শান্তি পাবে না। আমাদের সকলকে দুর্নীতি মুক্ত হতে হবে। শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। তিনি আজ দেশকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছেন তা নজিরবীহিন। শেখ হাসিনার সততাকে আমরা কাজে লাগিয়ে দেশকে আরো উন্নত করতে চাই। মন্ত্রী বলেন,জাতিকে ধংস করার অস্ত্র ‘মাদক’ নির্মূল করতে সকলকে এক সাথে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে খেলাধূলা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে।শিশু কিশোর যুবকদের মাদক থেকে দৃষ্টি ফেরাতে পিরোজপুর জেলা পুলিশএর আয়োজনে জেলার ৭ উপজেলার ৭টি এবং পুলিশের ১টি টিম নিয়ে মোট ৮টি টিমের নক-আউট পদ্ধতিতে এ ফুটবল টুর্নমেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অননুষ্ঠানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পুলিশের বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানুল্লাহ, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...