ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে এবং তুলতে লটারি ক্রয় বাধ্যতামূলক !

পিরোজপুরে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে এবং তুলতে লটারি ক্রয় বাধ্যতামূলক !

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুর সোনালী ব্যাংকের প্রধান শাখায় পাসপোর্টের টাকা জমা প্রদানের সময় লাটারি টিকিট ক্রয় বাধ্যতামূলক করেছে বলে অভিযোগ উঠেছে । অভিযোগে জানাগেছে, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. আবদুস সালাম হাওলাদার কোন গ্রাহক যদি লটারীর টিকিট নিতে রাজি না হয় তা হলে তার টাকা জমা না নেয়ার জন্য ক্যাশিয়ারকে নির্দেশ দিয়েছেন। তাই এক রকম বাধ্য হয়েই গ্রাহকদের লটারী নিতে হয়। এতে ব্যাংকে টাকা জমা দিতে আসা গ্রাহকরা পড়ছে বিভিন্ন সমস্যা ও ভোগান্তিতে।

পিরোজপুর সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে দেখা গেছে, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল কর্তৃক হাসপাতাল নির্মানের সাহায্যের জন্য ২০ টাকা করে বিক্রয় হচ্ছে লটারীর টিকেট। যা জোড় পূর্বক এ ব্যাংকের গ্রাহকদের কিনে নিতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে ব্যাংক কতৃপক্ষে নামে।
মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের হাসিবুল হাসান নামের একজন গ্রাহক তার পাসপোর্টের টাকা জমা দিতে গিয়ে এ রকম ভোগান্তির শিকার হন।
হাসিবুল হাসান বলেন, মঙ্গলবার সকালে সোনালী ব্যাংকে পাসপোর্টের সরকারি চালান বাবদ ক্যাশ কাউন্টারে ৩ হাজার ৪৫০ টাকা জমা দিলে ক্যাশিয়ার আরো ৪০ টাকা চান। এই ৪০ টাকা কিসের জন্য জানতে চাইলে ক্যাশিয়ার জানান লটারী টিকিট নিতে হবে। এ সময় লটারীর টিকিট নিতে নিতে রাজি না হলে ক্যাশিয়ার আমার জমা ফরম ও টাকা ফেরত দিয়ে বলে টিকিট না নিলে টাকা জমা নেয়া যাবে না। আর বলে ম্যানেজারের সাথে এ বিষয়ে কথা বলতে।
হাসিবুল আরো বলেন, লটারীর টিকিটের বিষয়ে ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন লটারী সরকারি তাই লটারী নিতে হবে বাধ্যতামূলক। লটারী না নিলে টাকাও জমা নেয়া যাবে না।

নাম প্রকাশে অতিচ্ছিুক এক গ্রাহক জানান, সোনালী ব্যাংকে কেউ টাকা জমা কিংবা উত্তলোন করতে গেলেই ক্যাশিয়ার সবাইকে জোড়পূর্বক ২ টি থেকে ৫টি লটারির টিকিট ধরিয়ে দেন। অনেক সময় গ্রাহকের কাছে অতিরিক্ত টাকা না থাকায় পরতে হয় চরম ভোগান্তিতে।
পাসপোর্টের টাকা জমা দিতে ইসমাইল হোসেন নামের এক গ্রাহক জানান, সুদূর মঠবাড়িয়া উপজেলা থেকে পিরোজপুরে পাসপোর্টের টাকা জমা দিতে এসে দীর্ঘ লাইনের পরে ক্যাশ কাউটারে গিয়ে টাকা জমা দিলে পড়ে লটারি টিকেটে নেয়ার জন্য আমাকে বলা হয়। তখন টাকা খুচরা করার জন্য আবার আমাকে ব্যাংকের বাহিরে যেতে হয়। তাই আবার লাইনের মাথায় গিয়ে দাঁড়াতে হয়েছে। এ রকম ভোগান্তির প্রতিকার দাবি করেছেন এ গ্রাহক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...