ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - প্রয়াত নায়ক রাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের কিংবদন্তী

প্রয়াত নায়ক রাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের কিংবদন্তী

দেবদাস মজুমদার >>

আমাদের বাংলা চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক এক কিংবদন্তী অভিনেতা ও নির্মাতার নাম। দেশের অসাধারণ এক চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি। তিনি আমাদের বাংলা চলচ্চিত্রের পুরোধা। দেশের চলচ্চিত্রের ইতিহাসে অমর এক অভিনেতার নাম রাজ্জাক। তিনি ১৬টি চলচ্চিত্র নির্মাণ আর ৫০০ এর াধিক চলচ্চিদ্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন।
তাঁর পুরো নাম আব্দুর রাজ্জাক, ডাকনাম রাজু/রাজা/আলতা। তিনি ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলিকাতার টালিগঞ্জের নাগতলায় জন্ম গ্রহন করেন। তিনিই আমাদের কিংবদন্তি এক গুণি অভিনয় শিল্পীর নাম।

নায়ক রাজ রাজ্জাকের বাবা আকবর হোসেন, মাত নিসারুন নেসা। ছয় ভাই-বোনের মধ্যে রাজ্জাক সবার ছোট। তার স্কুল জীবন কেটেছে খানপুর স্কুলে ও কলেজ জীবন অতিবাহিত করেন চারুচন্দ্র কলেজে।

তিনি ১৯ বছর বয়সে ১৯৬২ সালে খায়রুন নেসার (লক্ষ্মী) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং দুই কন্যা শম্পা ও ময়নার পিতা।

স্কুলে পড়ার সময় ‘বিদ্রোহ’ নাটক আর কলেজ জীবনে ‘রতন লাল বাঙ্গালি” ছায়াছবিতে তার প্রথম অভিনয়। এরপর তিনি ১৯৫৯ সালে বোম্বের ফ্লিমালয়ে ভর্তি হন। এরপর কলকাতার ‘পংকতিলক’ এবং ‘শিলালিপি’ চলচ্চিত্রে অভিনয়।

তিনি ১৯৬৪ সালে সামপ্রদায়িক দাঙ্গা শুরু হলে সপরিবারে ঢাকায় এসে চলে আসেন। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে “ঘরোয়া” নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন।

যোগাযোগ করেন ঢাকায় প্রথম ছবি ‘মুখ ও মুখোশ’-এর পরিচালক আবদুল জব্বার খানের সঙ্গে। তিনি রাজ্জাককে ওই সময়ের বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইকবাল ফিল্মসে চাকরি নিয়ে দেন। চাকরিটি হচ্ছে পরিচালক কামাল আহমেদের সহকারীর কাজ। সহকারী পরিচালক হিসেবে রাজ্জাকের প্রথম ছবি ‘উজালা’।

সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ‘আখেরী টেনশন’ ও ‘ডাক বাবু’ ছবিতে তিনটি ছোট ছোট চরিত্রে অভিনয় করেন রাজ্জাক।

বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হানের সহকারী হিসেবেও কাজ করেন। একদিন হঠাৎ করেই সুযোগ পান নায়ক হবার। জহির রায়হান রাজ্জাককে ‘বেহুলা’ ছবির নায়ক বানিয়ে দেন। ‘বেহুলা’র নাম ভূমিকায় অভিনয় করেন সুচন্দা। ১৯৬৬ সালে মুক্তি পায় ‘বেহুলা’। ছবিটি সুপারহিট হলে রাজ্জাক তার স্বপ্ন পূরণের সুযোগ পান।

ঢাকার চলচ্চিত্র পায় একজন রোমান্টিক নায়ক, যিনি পরবর্তীকালে বাংলাদেশের সিনেমা শিল্পের ত্রাণকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন।

অভিনয়ের পাশাপাশি নায়ক রাজ রাজ্জাক ১৯৭৬ সালে ‘আশঙ্কা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। গড়ে তোলেন প্রযোজনা সংস্থা এমএস প্রোডাকশন। এ পর্যন্ত ২০ টি চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি।

তিনি এ পর্যন্ত পরিচালনা করেছেন প্রায় ১৬ টি চলচ্চিত্র। রাজ রাজ্জাকের অভিনীত ছবির সংখ্যা প্রায় ৫০০ ।

দাফন-কাফন নামে একটি প্রামাণ্য চিত্রের ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকী কাজ নায়ক রাজের মৃত্যুর পর সম্পন্ন করা হবে।

তিনি চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত নাটক তৎকালীন পাকিস্তান টেলিভিশন এবং চ্যানেল আই।

তিনি তাঁর অভিনয় জীবনে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন নানা গুণিজন সম্মাননা। এ পর্যন্ত মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন । কি যে করি (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮), বড় ভাল লোক ছিল (১৯৮২), চন্দ্রনাথ (১৯৮৪), যোগাযোগ (১৯৮৮) এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র।

চ্যানেল আই আয়োজিত চলচ্চিত্র মেলা-২০০৯ চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য পুরো নায়ক রাজ রাজ্জাকের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও বাচাসাসসহ বহু সংগঠনের অসংখ্য পদক জয় করেছেন নায়ক রাজ রাজ্জাক।
আজ ২১ আগম্ট এ মহাগুণি চলচ্চিত্র শিল্পীরে জীবনাবসান ঘটেছে। আমরা শোকাহত পুরো জাতি। কিংবদন্তী এই গুণি মানুষের আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই।
তথ্যসূত্র > মুক্ত বিশ্বকোষ ও প্রতিদিনের চিত্র

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...