ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে জেলা বিএনপি কার্যালয়ে পুলিশের তালা লাগিয়ে দেয়ার অভিযোগ : সদস্য সংগ্রহ কার্যক্রম পন্ড

পিরোজপুরে জেলা বিএনপি কার্যালয়ে পুলিশের তালা লাগিয়ে দেয়ার অভিযোগ : সদস্য সংগ্রহ কার্যক্রম পন্ড

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে পুলিশের তালা দিয়ে কার্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর আগেই পুলিশ জেলা বিএনপি অফিসের মুল ফটকে তালা দিয়ে অফিস বন্ধ করে দিয়েছে পুলিশ এমন অভিযোগ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।

তিনি অভিযোগ করে জানান, জেলা বিএনপির অফিসে আজ পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ও বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় জেলা যুবদলের আয়োজনে দোয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু সকালেই আমি সহ জেলার বেশ কিছু নেতৃবৃন্দ যখন জেলা বিএনপি অফিসে প্রবেশের জন্য যাই তখন পুলিশ আমাদের বাধা দিয়ে অফিসের পিয়ন দিয়ে মূল গেটে তালা দিয়ে দেয়। তিনি বলেন, পুলিশ আমাদের জানায় আজ বিএনপি অফিসে কোন প্রকার অনুষ্ঠান কার যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আ: সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, মির্জা জহুরুল হক, ছরোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাদির খান রাজু, জেলা যুবদলের কো-কনভেনর এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদল নেতা তানজীদ হাসান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে পুলিশের এ ধরণের আচারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।

তবে এ বিষয়ে উপস্থিত পুলিশের কর্মকর্তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...