ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় দুই ট্রাকসহ মাদার্শী বেইলী সেতু ভেঙ্গে খালে : উপকূলীয় ১১ টি রুটে যান চলাচল বন্ধ

ভান্ডারিয়ায় দুই ট্রাকসহ মাদার্শী বেইলী সেতু ভেঙ্গে খালে : উপকূলীয় ১১ টি রুটে যান চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়া অংশের মাদার্শী বাজার সংলগ্ন খালের ওপর বেইলী সেতু ধসে উপকূলীয় ১১ রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার দিবাগত শনিবার রাত তিনটার দিকে মঠবাড়িয়া গামী দুটি পাথরবোঝাই ট্রাক পাড় হওয়ার সময় প্রায় ২০০ ফুট দীর্ঘ বেইলী সেতুটি ভেঙে পড়ে। এ দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত দুই ট্রাকের চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। সেতু ভেঙে পড়ায় খুলনা-পিরোজপুর-মঠবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অন্তত ১১ রুটে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদার্শী বাজার সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ ফুট দীর্ঘ বেইলী সেতুটি গত কয়েকবছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। কার্যকর সংস্কার না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে সেতুটি মরিচা ধরে নাজুক হয়ে পড়ে। শনিবার রাতদ তিনটার দিকে দুটি মালবাহী ট্রাকসহ বেইলী সেতুটি এক সাথে পাড় হতে গেলে সেতুটি ভেঙ্গে খালে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির চালক ও শ্রমিক বর্তমানে পলাতক রয়েছে।
সেতু ভেঙে পড়ায় উপকূলীয় এলাকার ১১টি রুটে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। বরগুনা, পাথরঘাটার, মঠবাড়িয়া সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১১টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মরেধ্য পড়েছেন। বর্তানে সেতু সংলগ্ন খালে খেয়া নৌকায় যাত্রী সাধারন পারাপার হচ্ছেন।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুটি আগে থাকতেই ঝুকিপূর্ণ ছিল। তাই অতিরিক্ত মাল বোঝাই ট্রাক উঠার কারণে েিসতুটি ভেঙ্গে পড়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধারের জন্য বরিশাল থেকে ক্রেন আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাক দুটি অপসারন করা হবে। তিনি আরও বলেন, বিপর্যস্ত সেতটি মেরামতে এক থেকে দেড় মাস সময় লাগবে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...