ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে যৌতুকের দাবি তুলে দুই গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাজিরপুরে যৌতুকের দাবি তুলে দুই গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

খালিদ আবু, পিরোজপুর >>
পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের জন্য দুই গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । এদের একজন নববধু ও অন্যজন ৬ মাসের অন্ত:সত্বা বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বানিয়ারী গ্রামের মৃত টুকু শেখের কন্যা ৬ মাসের গর্ভবতী গৃহবধু হেমেলা আক্তার (২০)কে যৌতুকের দাবীতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মা রাশিদা বেগম। তিনি জানান,স্বামীর (টুকু) মৃত্যুর পর গত ৮ বছর আগে তার কন্যা হেমেলাকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম বানিয়ারী গ্রামের শামসু শেখের পুত্র মো.রুস্তুম শেখ (বশির) (২৮) এর সাথে সাধ্যমত যৌতুক প্রদান করে বিয়ে দেন। গত ৩ বছর ধরে তারা খুলনা জেলার দিঘলীয়া থানা সদরে শ্রমিকের কাজে সেখানে অবস্থান করছে। তিনি আরো জানান, বিয়ের পর থেকে জামাই বশির বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিয়ে তার কন্যাকে মারধর করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে তাকে মারধর করে হত্যা করে নিজ ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলিয়ে ঘরে তালা বন্ধ করে রেখে পালিয়ে যায়। তবে ওই দিন দুপুরে জামাই মোবাইল ফোনে তার কন্যাকে নিয়ে যেতে বলেন বলে জানান মা রাশিদা বেগম। ফোন পেয়ে নিহতের ভাই এহিয়া সেখানে গেলেও জামাই বশিরকে পাওয়া যায় নি। নিহতের রাতুল ইসলাম নামের ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এর পর অভিযুক্ত রুস্তুম আলী শেখকে তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

অপরদিকে উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোবর্ধন গ্রামের হরলাল সমদ্দারের স্ত্রী বিউটি সমদ্দার (২৩)কে পিটিয়ে হত্যা করে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
নিহত গৃহবধূর কাকা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বেকারখাল গ্রামের মনোরঞ্জন সর্দার অভিযোগ জানান, তার মৃত ভাই রবিন্দ্রনাথ সর্দারের কন্যা বিউটিকে গত ৭ মাস আগে দীর্ঘা ইউনিয়নের গোবর্ধন গ্রামের মৃত হরেকৃষ্ণ সমদ্দারের পুত্র হরলাল সমদ্দারের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর স্বামী হরলাল বিভিন্ন সময় তার (মনোরঞ্জন ) ভাইজিকে যৌতুকের চাপ দিয়ে ও মারধর করে। গত রবিবার রাতে বিউটির মৃত্যুর খরব জামাতা হরলাল সমদ্দার তাদের না জানিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আশুতোষ বেপারী তাদের ও থানা পুলিশকে জানান। ওই দিন কোন এক সময় তাকে হত্যা করে বসত ঘরের চালার রুয়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী হরলাল সমদ্দার পলাতক রয়েছেন বলে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিকুর রহমান জানান। শফিকুর রহমান আরো জানান, এ মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিনি(এসআই) গিয়ে নিহতকে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলান্ত অবস্থায় মৃতের লাশ উদ্ধার করেন। এ দিকে নিহতের পরিবারের দাবী স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি ধামা চাপা দিতে চেষ্টা করছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...