ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শিক্ষা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

শিক্ষা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

পিরোজপুর প্রতিনিধি >

শিক্ষা জাতীয়করণ ও সরকারী সকল ভাতার দাবিতে পিরোজপুরে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলছে। পিরোজপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার সকাল ১১টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার ডাকে অনুষ্ঠিত এ ধর্মঘটে পিরোজপুরের সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশ নিচ্ছেন।

অবস্থান ধর্মঘটে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে সরকারী-বেসরকারী বেতন বৈষম্য দুরীকরন সহ বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ সভাপতি মো. আব্দুল করিম সরদার, সদর উপজেলার সভাপতি গৌতম কুমার সাহা, নাজিরপুর উপজেলার সুখরঞ্জন বেপারী, মঠবাড়িয়া উপজেলার মো. রাশেদ উজ্জামান, ভান্ডারিয়ার মো. মনির হোসেন, কাউখালী উপজেলার গৌতম কুমার দাশ, স্বরুপকাঠীর রবীন্দ্র নাথ ও শিক্ষক নেত্রী সুলতানা নাসরীন প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারী-বেসরকারী বেতন বৈষম্য দুরীকরন,বৈশাখীভাতা, উৎসব বোনাস সহ ৫% তাদের ন্যায্য দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় বাংলাদেশের সকল বেসরকারী শিক্ষক- কর্মচারীরা লাগাতার কর্মসুচী পালন করবে বলে ঘোষনা দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...