ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আগামীকাল

মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আগামীকাল

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

আগামীকাল বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হবে । গত ২৬ জুন দিবসটি পালনের কথা থাকলেও ওই দিন ঈদুল আযহা থাকার কারনে আগামীকাল দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

দেশে মাদকদ্রব্য পাচার বন্ধ করতে নতুন আইন প্রণয়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, এই আইনের বিভিন্ন ধারা নতুন করে সাজানো হয়েছে। এ আইনে মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা কার্যক্রম জোরদার করার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...