ব্রেকিং নিউজ
Home - বিনোদন - মঠবাড়িয়ার মেয়ে নায়িকা পরীমনির কী তাহলে সত্যিই বিবাহ হয়েছিল?

মঠবাড়িয়ার মেয়ে নায়িকা পরীমনির কী তাহলে সত্যিই বিবাহ হয়েছিল?

আলী রেজা রঞ্জুঃ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরীমিনর কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তিনি ছবিগুলো শেয়ার করে লিখেন, “আমার বন্ধু ইসমাইল আর তার বউ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।”এ বিষয়ে পরী মনির গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ভগিরথপুরের গ্রামের সরেজমিনে গিয়ে,এলাকা বাসীর সূত্র থেকে জানাযায়,পরিমনির আসল নাম শামসুন নাহার স্মৃতি, তিনি তার নানা বাড়িতে থেকে ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ে লেখা পড়া করেন,তার নানা ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ইংরেজী শিক্ষক মোঃ শামছুল হক গাজী, ভগিরথপুর স্কুলে ৮ম শ্রেণীতে পড়াকালীন তার সাথে পরিচয় হয়,একই গ্রামের সুদর্শন যুবক মোঃ ইসমাইল হোসেন জমাদ্দারের সাথে,পরিচয় থেকে ভাললাগা,তারপর ভালবাসা,এরপরে ২০০৯ সালে নবম শ্রেণীতে পড়াকালীন তারা বিবাহ বন্ধনে আবদ্ব হন,২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তারা একই ছাদের নিচে বসবাস করেন,কিন্তু ২০১৩ সালের শেষের দিকে স্মৃতি (পরীমনি) ইসমাইলের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলে তাকে ডিভোর্স দিয়ে দেন,এলাকাবাসী হতবাগ হয়েযায়,তারা এর কারন খুজে বেড়ায়,এলাকার মানুষের প্রধান আলচ্য বিষয় হয়ে দাড়ায়,ইসমাইল ও পরীমনির ডিভোর্স, তারপরই স্মৃতি থেকে পরী মনি হয়ে ওঠা,এ বিষয়ে তার কথিত স্বামী ইসমাইল হোসেন জোমাদ্দারের সাথে যোগাযোগ করা হলে,তিনি আমাদের কে জানান,হ্যা আমাদের বিবাহ হয়েছিল, কিন্তু ২০১৪ সাল থেকে আমরা সম্পূর্ণ আলাদা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...