ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মাছের সঙ্গে শত্রুতা !

মাছের সঙ্গে শত্রুতা !

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার খেতাছিড়া গ্রামের মাছ চাষী মো. সিদ্দিকুর রহমানের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫ মন মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রতিপক্ষরা রবিবার দিবাগত রাতে তার ঘেরে বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটায়। এতে তার ৩৫ মন মাছের ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘেরের মালিক মো. সিদ্দিকুর রহমান আজ সোমবার দুই যুবককে অভিযুক্ত করে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, সিদ্দিকুর রহমান গত এক বছর পূর্বে ১ একর ৬৬ শতক জমিতে উপজেলার খেতাছিড়া গ্রামে একটি মাছের ঘের নির্মাণ করেন। ওই ঘেরে তিনি পাঙ্গাশ, জাপানী পুটি ও মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্নি প্রজাতির মাছ চাষ করেন।
ঘের মালিক দাবি করেন, রবিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে খেতাছিড়া গ্রামের আবদুল জলিল মিয়া ছেলে মো. রুম্মান ও আবদুল খালেক মিয়ার ছেলে রুহুল আমিন মিলে তার মাছের ঘেরে ট্যাবলেট জাতীয় এক ধরণের কীটনাশক ছিটিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ওই ঘেরে বিভিন্ন প্রজাতির সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘনা ঘটতে পারে।।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম. আজহারুল ইসলাম বলেন, ঘের মালিক আমাকে মৌখিক অভিযোগ করেছেন। এটি ফৌজদারী অপরাধ তাই তাঁকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...