ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ১০টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারদের তলবি সভা

মঠবাড়িয়ায় ১০টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারদের তলবি সভা

 

মঠবাড়িয় প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় অতি দরিদ্রের ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে আজ সোমবার উপজেলা প্রশাসন উপজেলার সকল ডিলারদের তলব করে জরুরী সভা করেছে। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার ১১ টি ইউনিয়নের ২২জন ডিলার ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এ তলবি সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত এ সভায় চাল বিতরণের তালিকা তৈরীতে অনিয়ম, ওজনে কম দেয়া, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। ওই সভায় তুষখালী ইউনিয়নের জানখালীর ডিলার শাহ্ আলম অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। এসময় তিনি সভায় অভিযোগ স্বীকার করে সবঅয় উপস্থিত সকলের সামনে প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চান।
সভায় ডিলারদের হাতে সুবিধা ভূগিদের কার্ড মজুদ রাখার দাবি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা নাকচ করেন দেন। এছাড়া সদর ইউনিয়নে সেপ্টেম্বর মাসের অবিক্রিত চাল কার্ডধারীদের পরবর্তীতে দেওয়ার সিদ্ধান্ত হয়।
ওই সভায় আরও সিদ্ধান্ত হয় যে, অতি দরিদ্রের চাল বিক্রিতে ভবিষ্যতে কোন অতিরিক্ত অর্থ আদায় এবং ওজনে কম দেয়া প্রমানিত হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জেল জরিমানাসহ সংশ্লিষ্ট ব্যক্তির ডিলারশীপ বাতিল করা হবে।
ডিলারদের এ জরুরী তলবি সভায় উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম ফরিদ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাল বিতরণে মৌখিক অভিযোগ পেয়েছি । দরিদ্রদের চাল নিয়ে কোন নয়ছয় বরদাশত করা হবেনা। অভিযুক্ত সকল ডিলারদের ডেকে সভা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারী সিদ্ধান্তের গাফিলতি হলে তাতক্ষণিক সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...