ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় ৪মণ হরিণের মাংসসহ দুই শিকারী আটক

পাথরঘাটায় ৪মণ হরিণের মাংসসহ দুই শিকারী আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি >
বরগুনার পাথরঘাটায় ৪ মণ হরিণের মাংসসহ দুই শিকারীকে আটক করেছে কাকচিড়া নৌ পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কাকচিড়ার ভাড়ানি খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চরদুয়ানী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এরফান গোমস্তার ছেলে আ. মালেক গোমস্তা ও তাফালবাড়িয়া গ্রামের আলী হোসেনের ছেলে নবী হোসেন।

কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) সঞ্জয় মন্ডল জানান, প্রতিদিনের মতো বিষখালী নদীতে টহল দেওয়ার সময় বিষখালী নদীর বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন ইঞ্জিন চালিত একটি নৌকা ট্রলারকে তল্লাশি করার জন্য থামাতে বললে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ট্রলারটির পিছু নিয়ে ১ ঘন্টা ধরে ধাওয়া করে কাকচিড়া ভাড়ানি খাল থেকে তাদেরকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে মজুদ করা ৪ মণ হরিণের মাংস জব্দ করা এসময় নাইলন দড়ির তৈরী হরিণ শিকারের ফাঁদও জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই চোরা শিকারীকে হরিণের মাংসসহ পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...