ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় ভূয়া চিকিৎসক আটক : ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড

পাথরঘাটায় ভূয়া চিকিৎসক আটক : ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড

পাথরঘাটা প্রতিনিধি >
বরগুনার পাথারঘাটায় এম.এ রশীদ ওরফে আবুল বাশার নামে ভূয়া এমবিবিএস ডিগ্রীধারী এক চিকিৎসকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার( ১ সেপ্টেম্বর) রাতে পাথরঘাটা সেৌদি প্রবাসী ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। তিনি নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে পাথরঘাটা সেৌদি প্রবাসী ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিলেন । পরে রাত নয় টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত। পাথরঘাটার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ব্রাম্যামান আদালতের মাধ্যমে এ কারাদন্ডাদেশ দেন।
দন্ডিত ওই ভূয়া চিকিৎসক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. আলী পাটোয়ারীর ছেলে। তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত ভূয়া ডাক্তার রশীদ সাংবাদিকদের জানান, তিনি মূলত হার্ডওয়ার ব্যবসায়ী । বাড়ি চাদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। প্রকৃত নাম আবুল বাশার। পিতার নাম মো. আলী পাটোয়ারী। বাসা ঢাকার দনিয়া নামক স্থানে।

# ছবি > মির্জা খালেদ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...