ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় হালিমার বাল্য বিয়ে পণ্ড বরের ভাই, কনের চাচা ও ঘটকের কারাদণ্ড

মঠবাড়িয়ায় হালিমার বাল্য বিয়ে পণ্ড বরের ভাই, কনের চাচা ও ঘটকের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি > মঠবাড়িয়ায় বৃহস্পতিবার (২জুন) দিবাগত রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে বাল্য বিয়ের আসরে হানা দিয়ে পুলিশ বরের ভাই মো. ইব্রাহিম খান, কনের চাচা ইয়াকুব আলী মুন্সি ও ঘটক মো. জাকির হোসেন হাওলাদারকে আটক করে । পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিয়ে বাড়িতে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটকৃত তিনজনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডিতরা হলেন উপজেলার তাফালবাড়িয়া গ্রামের শাহাদাৎ খানের ছেলে বরের ভাই ইব্রাহীম খান (৩৬), উত্তর সোনাখালী সেকান্দার আলীর ছেলে কনের চাচা ইয়াকুব মুন্সী (৩৫) ও বাদুরতলী গ্রামের নবী হোসেনের ছেলে ঘটক জাকির হোসেন (৩২)।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার ডা. রুস্তম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তাফালবাড়িয়া গ্রামের শাহাদাৎ খানের ছেলে রুবেল খানের (২০) সাথে বান্ধবপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও উত্তর সোনাখালী গ্রামের আবদুল হালিমের মেয়ে হালিমা আক্তারের (১৪) বিয়ে ঠিক করে উভয় পরিবার। বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বর পক্ষের মেহমানরা উপস্থিত হওয়া মাত্রই স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিনকে অবহিত করেন। তাৎক্ষণিক মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক মো. মহিবুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে হানা দেয়। এ সময় বর ও তার নিকটজন ও কনের স্বজনরা পুলিশ দেখে পালিয়ে যায়। পুলিশ বিয়ের আসর থেকে বরের ভাই, কনের চাচা ও ঘটককে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট এস.এম ফরিদ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত তিন জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক মো. মহিবুল্লাহ জানান, বাল্য বিয়ের আয়োজনে অভিযুক্ত তিনজনকে বিয়ের আসর থেকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে দণ্ডিত তিন জনকে আজ শুক্রবার(৩ জুন) কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...