ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় দুর্ভোগের পল্লী বিদ্যুত ! রাতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিদ্যুতের দাবি জনতার

মঠবাড়িয়ায় দুর্ভোগের পল্লী বিদ্যুত ! রাতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিদ্যুতের দাবি জনতার

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ায় গত চার মাস ধরে পল্লী বিদ্যুত সররাহে অনিয়মে চরম অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসি । পল্লী বিদ্যুত সমিতি এলাকায় বিদ্যুত লাইন সংস্কারের নামে গত চার মাস ধরে দিনভর বিদ্যুত সরবরাহ বন্ধ রাখছে। তবে রাতে বিদ্যুত সরবরাহ করার কথা থাকলেও পল্লী বিদ্যুত বিভাগ খামখেয়ালীপনা করে রাতে যথারীতি বিদ্যুত সরবরাহ না করায় দিবা রাত্রি জন দুর্ভোগ চরমে উঠেছে।
শুক্রবার( ৩ জুন) সারাদিন এলাকায় বিদ্যুত সরবরাহ রাখে পল্লী বিদ্যুত । এর আগে পল্লী বিদ্যুত চারদিন আগে এলাকায় মাইকিং করে সাতদিন দিনে বিদ্যুত সরবরাহ বন্ধ রেখে আসছে। শুক্রবার রাত নয়টার দিকেও বিদ্যুত সরবরাহ না করায় গ্রাহকরা অতিষ্ট হয়ে ওঠে।
স্থানীয়রা জানানর, বিক্ষুব্দ জনতা শুক্রবার রাতে বিদ্যুতের দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ জনতা মঠবাড়িয়া-তুষখালী সড়কের বহেলাতলা এলাকায় টায়ার ও জ্বালানী কাঠে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। এসময় জনতা পল্লী বিদ্যুত সরবরাহে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে মঠবাড়িয়া-তুণখালী সড়কে কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া পৌর সভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ও খানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান রাত সাড়ে নয়টার দিকে ঘনটাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের একঘন্টার মধ্যে মঠবাড়িয়া বিদ্যুত সরবরাহের আশ্বাস দিলে অবরোধকারী জনতা শান্ত হয়। এরপর আড়াই ঘন্টা পরে রাত ১২টার দিকে পল্লী বিদ্যুত সরবরাহ করা হয়।
উল্লেখ্য বিদ্যুত দুর্ভোগে অতিষ্ট এলাকাবাসি গত ২৯ মে মঠবাড়িয়ায় নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে শহরে একটি বিক্ষেভ মিছিলস প্রতিবাদ সমাবেশ করে। এতে জনপ্রতিনিধি, সকল রানৈতিক দলের নেতা কর্মী,শিক্ষক, ব্যবসায়িসহ সর্বস্তরের জনতা অংশ নেন। এর পরের দিন পল্লী বিদ্যুত কর্তপক্ষ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ি ও সায়বাদিকদের সাথে একটি মতবিনিময় সভা করেন। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এরসময় পল্লী বিদ্যুত বিভাগের কর্মকর্তারা দু:খ প্রকাশ করে আরও সাতদিনের সময় চান । এসময় পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ একসপ্তাহ বিদ্যুত বিতরণ বন্ধ রেখে বিদ্যুত লাইন সংস্কার সম্পন্ন করবে। এ বিষটি নিয়ে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ এলাকায় মাইকিং করে । তবে নির্ধারিত ওই সময়ে প্রতিদিন দিনে একসপ্তাহ বিদ্যুত সরবরাহ বন্ধ রেখে বিকাল পাঁচটার দিকে বিদ্যুত চালুর অঙ্গীকার করে। ওই সিদ্ধান্তের চার দিনের মাথায় শুক্রবার সারা দিন ও রাত নয়টা অবধি বিদ্যুত সরবরাহ বন্ধ রাখে । এতে এলাকাবাসি বিদ্যুতহীন চরম অতিষ্ট হয়ে ওঠে। রাত নয়টার দিকে এলাকাবাসি সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালে রাত ১২টার দিকে এলাকায় বিদ্যুত ফিরে আসে।
স্থানীয় বিদ্যুত গ্রাহক মো. ইসমাইল হোসেন বলেন, গত চারমাস ধরে সারাদিন এলাকায় বিদ্যুত সরবরাহ করা হচ্ছেনা। রাতেও যথারীতি বিদ্যুতের আসা যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের ব্যাখা জানতে দফায় দফায় ফোন করলে দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল ফোন সেট বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...