ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে মুরগি ব্যবসায়ির ৬ মাসের কারাদণ্ড

মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে মুরগি ব্যবসায়ির ৬ মাসের কারাদণ্ড


মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক মুরগি ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদণ্ড ও জরিমানার আদেশ দেশ। পরে মরা মুরগিগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়। অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক মহল্লার হাবিবুর রহমানের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শহরের পুরানো মাছ বাজার সংলগ্ন মুরগীর দোকোনে অভিযান চালিয়ে
একটি দোকানে বেশ কিছুু মরা মুরগী জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে অভিযুক্ত ব্যবসায়ি মোস্তফা অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত মুরগি ব্যবসায়ি মোস্থফাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে জরিমানার টাকা আদায় করে অভিযুক্ত মেস্তফাকে জেল হাজতে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চত করে জানান, অভিযুক্ত ব্যবসায়ি প্রতারণার মাধ্যমে মুরগি গুলো বিক্রি উদ্যেশ্যে মজুদ করেছিল। অভিযোগ স্বীকার করায় তাকে এ কারাদণ্ড দান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...