ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর (কলারছড়ি) সমর্থককে কুপিয়ে হত্যা :আহত ৩

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর (কলারছড়ি) সমর্থককে কুপিয়ে হত্যা :আহত ৩


মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীর(কলাছড়ি) এক সমর্থককে প্রতিপক্ষ ঈগল প্রতীকের সমর্থক কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে আহত সমর্থক মো. জাহাঙ্গীর প াইতকে (৫৫) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান । বুধবার বিকেলে নিহত জাহাঙ্গীর স্থানীয় বাদুরা বাজারে কলারছড়ি প্রতীকের নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের ঈগল প্রতীকের সমর্থক সেরাজুল ফরাজি পূর্ব বিরোধের জের ধরে নিজ বাড়ির ফটকের সামনে জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে । পরে তাকে ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আহত জাহাঙ্গীর মারা যান।
নিহত জাহাঙ্গীর উপজেলার মিরুখালী ইউনিয়নে বাদুরা গ্রামের তোতাম্বর প ায়েত এর ছেলে । সে চার সন্তানের জনক। সে স্থানীয় মিরুখালীর বাদুরা ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ(কলারছড়ি প্রতীক) এর সমর্থক ছিলেন।
হত্যাকাণ্ডে অভিযুক্ত বাদুরা গ্রামের বশীর ফরাজির ছেলে মো. সেরাজুল ফরাজি নির্বাচনে সাবেক এমপি ডা. রুস্তুম আলী ফরাজির(ঈগল)প্রতীকের সমর্থক।
নিহত পরিবারের সদস্যদের অভিযোগ পরিকল্পিভভাবে নির্বাচনে প্রতিপক্ষরা এ হত্যাকাÐ ঘটিয়েছে।
মিরুখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সোবাহান শরীফ (কলার ছড়ি প্রতিকের সমর্থক) জানান, বুধবার বিকালে মো. জাহাঙ্গীর নিবার্চানী কাজে বাদুরা বাজারে নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে ওঁত পেতে থাকা স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (ঈগল) কর্মী স্থানীয় সেরাজুল ফরাজী অতর্কিত হামলা চালায়। বৃহষ্পতিবার ভোরে ঢাকায় হাসাপাতালে নেয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর এর চাচা টুকু প ায়েত অভিযোগ করেন, বুধবার দুপুরে নাগ্রাভাঙ্গা গ্রামে স্বতন্ত্র প্রার্থী(ঈগল) প্রতীকের সমর্থকের হামলায় কলারছড়ি প্রতীকের কর্মী মো. মনির ফকির নামে এক যুবকের হাত ভেঙ্গে যায়। মনির ফকির ওই গ্রামের আ. আজিজ ফকিরের ছেলে। এছাড়া ঈগল সমর্থকদের হামলায় রুহুল আমীন ও দেলোয়ার হোসেনকে ওপর হামলা চালিয়ে আহত করে।
এরপর বৃহস্পতিবার বিকেলে ঈগল প্রতীকের সমর্থক সেরাজুল ফরাজি নিজ বাড়ির সম্মূখ সড়কে কলারছড়ির সমর্থক জাহাঙ্গীরকে কুপিয়ে আহত করে। তিনি আরও জানান হত্যাকাÐের সময় অভিযুক্ত সেরাজুল এর বাড়িতে স্থানীয় মিরুখালী ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র ঈগল প্রতীকের নির্বাচনী সমন্বয়ক মো. আবু হানিফ ও তার ১৫/২০জন কর্মী সমর্থকরা অভিযুক্ত সেরাজুল এর বাড়িতে অবস্থান করছিলেন। এই হামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে হামলায় কলারছড়ি সমর্থকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ এলাকাবাসি অভিযুক্ত সেরাজুলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে , অভিযুক্ত সেরাজুলের বাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক র‌্যাব,বিজিবি ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
নিহত জাহাঙ্গীর এর লাশ ঢাকায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হামলার ঘটনায় বুধবার রাতে নিহত জাহাঙ্গীর এর স্ত্রী রুনু বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন এ ঘটনায় পরিবারের পক্ষ হতে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তবে এ হত্যাÐের ঘটনায় ইন্ধন দাতা হিসেবে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির স্থানীয় নির্বাচনী সমন্বয়ক মিরুখালী ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফ এর মোবাইল নম্বরে কয়েকদফা ফোন করলে বন্ধ পাওয়া যায়।
পরে সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির মুঠোফোনে কল করলে আসিফ আরিফ নামে একজন নাতি পরিচয় দিয়ে বলেন, প্রার্থী নির্বাচনী কাজে বাইরে আছে।
তবে এ ব্যাপারে ঈগল প্রতীকের নির্বাচনী কমিটির সদস্য সচিব আজিজুল হক সেলিম মাতুবব্বর বলেন, বিষয়টি জমি সংক্রান্ত পূর্ব বিরোধ। নির্বাচনের সাথে এ ঘটনার কোনও সম্পর্ক নাই। প্রতীপক্ষরা ঘটনাটিকে নির্বাচনী হামলা বলে ফায়দা নিতে চাইছে।
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম (পিপিএিম) বলেন, হামলার ঘটনার পর আহত জাহাঙ্গীর এর স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে প্রথমে পূর্ববিরোধের জের ধরে হামলার কথা উল্লেখ করেছিলেন। বিষয়টি নির্বাচনী হামলা না পূর্ব বিরোধ তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...