ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পুলিশের দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ অস্ত্র দিয়ে ফাসানো হয়েছে পরিবার ও এলাকাবাসীর দাবি

মঠবাড়িয়ায় পুলিশের দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ অস্ত্র দিয়ে ফাসানো হয়েছে পরিবার ও এলাকাবাসীর দাবি


মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের দায়ের করা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রবিবার বেলা ১১ টার দিকে ঘণ্টাব্যাপী উপজেলার আলগী বাজার সংলগ্ন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিপুলসংখ্যক নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়ে বক্তৃতা করেন প্রভাষক মো. রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা সরোয়ার হোসেন, আসামির মাতা তাজেনুর বেগম, বোন চাদনী বেগম, সেচ্ছাসেবক লীগ নেতা মো. সোহাগ ও এলাকাবাসি ফরিদা বেগম, রাজ্জাক ফরাজী, কবীর হোসেন ফরাজী প্রমূখ।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, গত ৮ নভেম্বর রতে মঠবাড়ি’য়া পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বিভিন্ন বাড়ি’ ঘেড়’াও করে বিদেশি ও দেশি অস্ত্রসহ গুলি ঊদ্ধার করে। ঐ মামলায় পুলিশ মিথ্যা ষড়’যন্ত্র করে ছাত্রলীগ নেতা সোহেলসহ ১১ জনকে গ্রেফতার করে। সোহেলের স্বজন ও এলাকাবাসির দাবি করেছেন পুলিশ মিথ্য ভাবে অস্ত্র দিয়ে সোহেলকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্‌ঘাটন করে সোহেলের নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...