ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নয়ছয় তিন ডিলার সাময়িক বরখাস্ত

মঠবাড়িয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নয়ছয় তিন ডিলার সাময়িক বরখাস্ত

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পর্যায় খাদ্য বান্ধব কর্মসুচির আওতাধিন উপকার ভোগিদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চালে কারচুপির অভিযোগে তিন ডিলারের ডিলারশীপ ¯’গিত করেছে খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর এক আদেশে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের দুই জন ও সদর ইউনিয়নে একজন ডিলারের লিারশীপ সাময়িক ¯’গিতাদেশ দেয়া। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ডিলার মো. আলমগীর হোসেন ও ইউনুস কাজী খাদ্য বন্ধব চাল বিক্রয় কালে ভোক্তা প্রতি সেপ্টেম্বর ও অক্টোবর -২৩ এ মাথাপিছু ৬০ কেজি চাল বিতরণ না করে উপকারভোগিদের পরিমাপে কম দিয়ে আত্মসাত করেন। এমন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক উপজেলা খাদ্য পরিদর্শক মো. জলিল শিকদার বড়মাছুয়ার ডিলার আলমগীর হোসেন ও ইউনুস কাজীর বিক্রয় কেন্দ্রে উপ¯ি’ত হয়। এসময় খাদ্য বান্ধব কর্মসুচির চাল ৬০ কেজির স্থলে ৩০ কেজি সরবরাহের সত্যতা পান । খাদ্য বন্ধব নীতিমালা অনুযায়ি অসামজস্যপূর্ণ। ন্যায্যতার স্বার্থে ওই চাল বিতরণ সামিয়কভাবে বন্ধ রাখা হয়।
পরে ২৪ আগস্ট-২৩ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান, খাদ্য পরিদর্শক জলিল শিকদার, তদারকী কর্মকর্তা জহির আহম্মেদসহ ভারপ্রাপ্ত কর্মকর্তা মঠবাড়িয়া খাদ্য গুদাম মঞ্জুরুল আহসান উপস্তিথিতে ৯০০ টাকার বিনিময় ভোক্তা প্রতি ৬০ কেজি চাল নিশ্চিত করে বিতরণ করেন।

অপরদিকে ৫নম্বর মঠবাড়িয়া সদর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার মো. জাহাঙ্গীর হোসেন সেপ্টেম্বর-অক্টোবর মাসের চাল উপজেলার মাঝেরপুল বিক্রয় কেন্দ্রে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসারের অনুপ¯ি’তিতে বিতরণ করেন। ওই কেন্দ্রে উপকার ভোগিদের চাল কম দেয়ার অভিযোগ ওঠে। ওজনকৃত বস্তা প্রতি দুই থেকে আড়াই কেজিচাল কম দেয়ার সত্যতা পান তদারকি কর্মকর্মকর্তা। পরে উপ¯ি’ত সুবিধা ভোগিদের প্রত্যেককে ৬০ কেজি করে চাল বুঝিয়ে দেন। ডিলারের এরূপ কর্যক্রম ২০১৭ এর ৪/১ এবং ৬/৪ নং অনুচ্ছেদের পরিপন্থী বলে তার ডিলার শীপ স্থগিত করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা খাদ্য বন্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইউম বলেন, অভিযোগ পেয়েই তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ায় তিন ডিলারের লাইসেন্স সাময়িকভাবে ¯’গিত করা হয়েছে। ৩ সদস্যেও তদন্ত কমিটির প্রতিবেদন প্রতিবেদন পেলে অভিযুক্ত ডিলারদেও বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...