ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই লাশ উদ্ধার : বাকপ্রতিবন্ধি যুবকের লাশ মিলল পুকুরে

মঠবাড়িয়ায় দুই লাশ উদ্ধার : বাকপ্রতিবন্ধি যুবকের লাশ মিলল পুকুরে

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৪ ঘন্টায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বেতমোর গ্রামের একটি পুকুর থেকে ইব্রাহীম হাওলাদার (১৯) নামে এক বাকপ্রতিবন্ধি যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। ইব্রাহীম উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।
অপর দিকে শুক্রবার সন্ধ্যায় পুর্ব সেনের টিকিকাটা গ্রামের নিজ বসত ঘরের সিøং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রেজাউল হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। রেজাউল ওই গ্রামের লিবিয়া প্রবাসী নাজমুল হোসেনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম এর বাবা মারা যাবার পর মা রেনু বেগম পার্শবর্তী শরনখোলা উপজেলায় দ্বিতীয় স্বামীর সংসারে বসবাস করছিল। এদিকে বাক প্রতিবন্ধি ইব্রাহীম ভবগুরে জীবন-যাপন করে আসছিলো। শনিবার সকালে পাশর্^বর্তী বেতমোর গ্রামের একটি পুকুরে ইব্রাহীমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এছাড়া শুক্রবার বিকেলে রেজাউলের মা ও ছোট ভাই বেড়াতে গেলে ঘরের দরজা জানালা বন্ধ করা ঘরের স্লিং ফ্যানের সাথে কাপড় পেচানো রেজাউলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকায় রেজাউলের মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নিহত রেজাউল এর মামা মো. সোলায়মান মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়রি করেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. কামরুজজামান তালুকদার দুই যুবকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, দুটি মৃত্যুই রহস্য জনক । লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এঘটনায় পৃথক মঠবাড়িয়া থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...