ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখলের অভিযোগ

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখলের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব সম্পত্তি বার বার দখল করার অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দা পিবিআই পুলিশ সুপার (এসপি) সৈয়দ মো. মুশফিকুর রহমান ওরফে মামুন বালু ভরাট করে হাসপাতালের সরকারি সম্পত্তি দখল করেছেন বলে হাসপাতাল কতৃপক্ষ অভিযোগ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখল করায় হাসপাতাল নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বার বার বাঁধা দেয়া সত্ত্বেও ওই পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য কমপ্লেক্সে‘র জমি দখল করেছেন।
এ ব্যপাওে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম সারোয়ার পিরোজপুর সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অবহিত করেছে (স্মারক নং-৬১৮,তারিখ-১১-০৮-২০২৩) ।

লিখিত অভিযোগ সূত্রে জানাহেছে, পৌর শহরের দক্ষিণ বন্দর বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক মৃত মোঃ মোশারেফ হোসেনের ছেলে খুলনা পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান হাসপাতালের পূর্ব ও উত্তর পাশের সীমানা প্রাচীর ভেঙ্গে ৫ ফুট জমি অবৈধ ভাবে দখল করেন। হাসপাতাল লাগোয়া পুলিশ সুপারের ওই জমিতে তিনি দুইটি বহুতল ভবন নির্মাণ করেছেন। বর্তমানে প্রকাশ্যে দিবালোকে হাসপাতালের আরও ১০ ফুট জমি দখল করে বালু ভরাট করছেন।

এ বিষয়ে মঠবাড়িয়া পৌর প্রশাসক মো. আরিফ উল হক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান হাসপাতালের বাউন্ডারী ভেঙে ৫ ফুট ও পরে আরও ১০ ফুট জমি বালু ভরাট করে দখলে নিয়েছেন। তিনি আরও বলেন পৌরসভার অনুমোতি না নিয়ে ইতোমধ্যে তিনি দুইটি বহুতল ভবন নির্মাণ করেছেন যা বেআইনী।

এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদেও পৈত্রিক দলিল অনুযায়ী প্রায় ২৩ শতাংশ জমিই কম রয়েছে। ভবন নির্মাণ সম্পর্কে বলেন, পৌরসভা গঠিত হবার আগে ভবন নির্মাণ করায় অনুমোতি প্রয়োজন হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম জমি দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পরিমাপ করে কাজ করার পরামর্শ দেয়া হয়েছিলো। কিন্তু তিনি তা না মেনে আবারও অবৈধ দখল করেচেন বলে অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রেহণ করা হবে।

এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকি বলেন, বিষটির কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উর্দ্ধতণ কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...