ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালী সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

কাউখালী সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত


শিক্ষাঙ্গন প্রতিবেদক :
পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে মানবিক শাখায় নিয়মিত পাঠদান ব্যাহত বন্ধ রয়েছে। ফলে মানবিক শাখা পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বাধ্য হয়ে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ভর্তি হতে হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে ছাত্ররা।
জানাগেছে, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ে ৩৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। সরকারি বিদ্যালয়টিতে ১৭জন শিক্ষকের পদ রয়েছে তবে প্রধান শিক্ষকসহ শিক্ষক ৮ জন শিক্ষক নিয়মিত পাঠদান করে আসছেন। বাকি নয়জন শিক্ষকের পদই খালি। পলে বিষয় ভিত্তিক পাঠদানে নানা সমস্যা বিরাজ করছে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেশী বিপাকে পড়েছেন।
বাংলা বিভাগের দুই জন শিক্ষকের পদেই শূন্য, ইংরেজি বিভাগের একজন শিক্ষককে পদ খালি রয়েছে, সামাজিক বিজ্ঞানে দুইজন, বিজ্ঞানে একজন, ভূগোলে একজন ও ব্যবসার শিক্ষায় একজনের পদ দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। শিক্ষক ছাড়াও অফিস সহকারী একজন ও চতুর্থ শ্রেণীর তিনটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। শিক্ষকের সংকটের কারণে মানবিক বিভাগে পাঠদান বন্ধ রয়েছে। ফলে মানবিক বিভাগে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের এ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগে অংশগ্রহণ করতে হচ্ছে।
চলতি ২০২৩ সালে পাস করা বিদ্যালয়ের শূভ বলেন, আমার মানবিক শাখা নেওয়ার ইচ্ছা থাকলেও বাধ্য হয়ে বাণিজ্য শাখা নিতে হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩৬০ জন ছাত্র রয়েছে।
বিষয় ভিত্তিক শিক্ষক না থাকায় স্কুলটিতে জোড়া তালি দিয়ে এখন ক্লাস নেয়া হচ্ছে।
বিদ্যায়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান জানান, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে নিয়মিত পাঠদানে অনেক সমস্যা হচ্ছে । এক জন স্যারের প্রতিদিন চার-পাঁচটি করে ক্লাস নিতে হচ্ছে।
কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেন শিক্ষক সংকট নিশ্চিত করে বলেন, শিক্ষক সংকট থাকার কারণে শ্রেণিকক্ষে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে। তাই খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চালিয়ে নিচ্ছি। এবং শিক্ষক সংকটের কারণে মানবিক শাখায় পাঠদান সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, শিক্ষক সংকট থাকলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে অবহিত করলে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে শিক্ষক সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...