ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে সাংবাদিকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে সাংবাদিকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসি ঢেলে সাংবাদিকের বসতঘওে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে বসতঘর সম্পূর্ণ বসকঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার দিনগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাংবাদিক মো. কাদল বেপারী দৈনিক মানবজমিন পত্রিকার ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. পারভেজ আহাম্মেদ পলাশ জানান, শনিবার দিনগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ৯৯৯ এর ফোনের মাধ্যমে জানতে পেরে ১০ মিনিটের মধ্যে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কার উদঘাটন করা যায়নি।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত সাংবাদিক মো. বাদল ব্যাপারী বলেন, পরিকল্পিতভাবেই আমার বসতঘওে পূর্বশত্রুতার জের ধরে আগুন লাগানো হয়েছে। পেট্রোল অথবা কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া খানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান বলেন, সাংবাদিকের বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...