ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর বখাটের হামলা

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর বখাটের হামলা

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলছাত্রী মেয়েকে বখাকে কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করে গুরুতর আহত করেছে বখাটে। হামলার শিকার ওই ছাত্রীর বাবা ইব্রহীম মল্লিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বখাটে হুমায়ূন ফরাজির বাবা ইসমাইল ফরাজিকে আজ বুধবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে অভিযুক্ত বখাটে হুমায়ুন ফরাজী পলাতক রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাতে ভূক্তভোগি স্কুলছাত্রীর চাচা শাহজাহান মল্লিক বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া স্কুলছাত্রীকে বেশ কিছুদিন ধরে স্থানীয় বখাটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হুমায়ূন ফরাজি পথে উত্যক্ত করে আসছিলো। সোমবার সকালে ওই বখাটে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে স্কুল সংলগ্ন সড়কে পথরোধ করে। এসময় ওই বখাটে বেশ কিছু সময় পথ আটকে অশোভন আচরণ শুরু করে। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে ছুটে এসে এ ঘটনার প্রতিবাদ জানায়। এসময় বখাটে হুমায়ূন ফরাজি স্কুলছাত্রীর বাবাকে মারধর করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর খোঁজ খবর নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে বখাটেকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন,স্কুল ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় এজাহারে উল্লেখিত আসামীকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত পলাতক তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...