ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাকিবুল ইসলাম রানা (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে অপহরণের পর হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ছাত্রলীগ নেতা রানার পিতা বেলায়েত আকন বাদী হয়ে ৬ জনকে আসামী করে মঙ্গলবার থানায় মামলাটি দায়ের করেন। অপহৃত রানা উপজেলার তুষখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।
মামলা সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হারিণপালা এলাকার মন্টু হাওলাদারের ছেলে সাদ্দাম হোসেনের সাথে ছাত্রলীগ নেতা রানার পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত সোমবার রাতে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে থেকে সাদ্দাম তার লোকজনের সহায়তায় মটরসাইকেল যোগে রানাকে অপহরণ করে সাফা ডিগ্রি কলেজের পিছনে নিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এক অটো গাড়ির ড্রাইভার তাকে উদ্ধার করে সাফা আঃ রাজ্জাক পল্লী সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা সেখান থেকে রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের পিতা বেলায়েত আকন জানান, তার ছেলেকে প্রথমে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বসে হামলা চালিয়ে মটরসাইকেলে সাফা ডিগ্রি কলেজের পিছনে নিয়ে যায়। সেখানে দ্বিতীয় দফায় রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে আসামীরা পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের পুলিশী অভিযান অব্যহত আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...