ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে করোনার টিকা নিয়ে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা ২০ শিক্ষার্থী আহত : আটক ২

কাউখালীতে করোনার টিকা নিয়ে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা ২০ শিক্ষার্থী আহত : আটক ২


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের কাউখালীতে করোনা টিকা নিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ হামলায় গুরুতর আহত ৪ জনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে শহরের স্টিমার ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহ চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলায় জড়িত দুই জনকে আটক করেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কার্যক্রম চলছিলো। সেখানে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে যায়। এসময় তুচ্ছ ঘটনা নিয়ে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায় সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার ঘটনা ঘটায়। শিক্ষার্থীরা একপর্যায় পিটিয়ে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে আহত করে। এসময় টিকা কেন্দ্রে বিশৃংখল অবস্থা বিরাজ করে।
এ বিষয়ে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, সকালে শিক্ষার্থীদের টিকা প্রদানের কেন্দ্র হিসেবে নির্ধারিত উপজেলা সদরের বালক মাধ্যমিক বিদ্যালয়ে তার স্কুলের ছাত্ররা যায়। তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেই অন্য একটি বিদ্যালয়ের ছাত্রীরা টিকা নিতে অপেক্ষমান লাইন দাড়িয়ে ছিলো। এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় যাতে ওই ছাত্রীদের লাইন এড়াতে গিয়ে সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর শুরু করে সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা। বিষয়টি তাদের বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করা হয়। টিকা গ্রহণ পরবর্তীকালে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়েও দেন। কিন্তু সরকারি বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এলাকায় এসে আমার স্কুলের ছাত্রদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় নবম শ্রেণির ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণির ছাত্র শিবলী হাওলাদার ও নবম শ্রেণির ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়। তাদেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ আটক করেছে। বাকিদের অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...