ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্লাস্টিক ব্যাগ ব্যবহারের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মঠবাড়িয়ায় প্লাস্টিক ব্যাগ ব্যবহারের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
মঠবাড়িয়ায় পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাাস্টিক ব্যাগ ব্যবহার করার দায়ে ৮ ব্যবসায়ীকে অর্থ দণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের দক্ষিন বন্দর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন সৈকত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

পাঠ উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ নিশ্চিতে উপজেলার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইন অমান্য করে চাল রাখার ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৮ চাল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান উপজেলাব্যাপী অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন সৈকত ও পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...