ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে কলেজ ছাত্রী অনন্যা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুরে কলেজ ছাত্রী অনন্যা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢 পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা
আজ সোমবার শহরের টাউনক্লাব রোডে এ মানবন্ধনে বক্তব্য রাখেন, আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সহপাঠী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় বক্তরা আরিফার মৃত্যুর জন্য তার শ^শুর বাড়ির লোকদের দায়ী করে বলেন, শশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। তাই তারা এক এক সময় এক এক রকম কথা বলে। তাদের দাবী, অনন্যাকে যারা নির্মমভাবে হত্যা করেছে সুষ্ঠ তদন্ত করে এর পেছনে আরও যারা জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচার করতে হবে। মানববন্ধন শেষে টাউন ক্লাব সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর শুক্রবার সদর উপজেলার দুর্গাপুর গ্রামে শ^শুর বাড়িতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রী অনন্যার মৃত্যুদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবী যৌতুকের জন্য শ^শুর বাড়ির লোকজন তাকে হত্যাকরে ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। অনন্যার স্বজনরা জানান একটি হত্যা মামলার প্রক্রিয়াধীন আছে তাদের।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...