ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরের ইন্দুরকানীতে জেপি’র প্রার্থী মাসুদ করিম ইমন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

পিরোজপুরের ইন্দুরকানীতে জেপি’র প্রার্থী মাসুদ করিম ইমন ইউপি চেয়ারম্যান নির্বাচিত


পিরোজপুর প্রতিনিধি🔴🟢
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী মাসুদ করিম ইমন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার শান্তিপূর্ণ, অবাধ, কঠোর নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকাল থেকে শত শত ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা ভোট কেন্দ্র পাহারা ও রাস্তায় টহলে নিয়োজিত ছিল।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাঈদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
বাই সাইকেল প্রতীকের প্রার্থী মাসুদ করিম ইমন পেয়েছেন ৬ হাজার ৩৭১ ভোট। অপরদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোবারক আলী হাওলাদার পেয়েছেন ৩হাজার ৬২৬ ভোট । উল্লেখ্য, মাসুদ করিম ইমন ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদ্য প্রয়াত সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসাদুল কবির স্বপন তালুকদারের ছেলে।
আসাদুল কবির স্বপন গত ৪ নভেম্বর ইন্তেকাল করলে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। মরহুম স্বপন স্থগিত নির্বাচনে জেপি’র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার পিতামহ মরহুম ফজলুল করিম তালুকদার, চাচা মরহুম একরামুল কবির তালুকদার মজনু ইন্দুরকানী উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও আরেক চাচা ফায়জুল কবির তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...