ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরের নেছারাবাদে গাড়ীর চাপায় শিশু শিক্ষার্থী নিহত! শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পিরোজপুরের নেছারাবাদে গাড়ীর চাপায় শিশু শিক্ষার্থী নিহত! শিক্ষার্থীদের সড়ক অবরোধ


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের নেছারাবাদে দ্রুতগামী ব্যাটারী চালিত অটো গাড়ীর চাপায় স্পৃষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মাইসা আক্তার (৯) আকলম মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির বাড়ীর মিজান ফকিরের কন্যা।
শনিবার সকালে নেছারাবাদ আটঘর কুড়িয়ানা সড়কে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পাড়াপাড়ের সময় এক বেপোরোয়া অটোগাড়ীর চাকায় স্পৃষ্ট হয় মাইসা । স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার পরপর সড়ক অবরোধ করে আটকে রাখে ওই বিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির ও পুলিশের এস আই তাজেল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে আবার শিক্ষার্থীরা গাছ ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি) তাপস পাল, ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দাবীদাওয়া মেনেনিয়ে হত্যাকারীর উপযুক্ত বিচারের আশ^াস দিলে অবরোধ তুলে নেয়। এদিকে মাইসার মৃত্যুতে পরিবার সহ এলাকায় চলছে শোকের মাতম।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন জানান, ঘাতক ব্যাটারী চালিত অটো গাড়ী চালক মো: ইয়াছিন (২২) পলাতক রয়েছে। গাড়ী এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...