ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ডাকাত নিহত

পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ডাকাত নিহত

মির্জা খালেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 🔴🟢

বরগুনার পাথরঘাটায় র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে বলে র‍্যাব ও পাথরঘাটা থানার পুলিশ সূত্রে বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরঘাটা শহর থেকে সাড়ে চার কিলোমিটার দক্ষিণে বিষখালী নদী তীরবর্তী বাদুরতলা গ্রামের বারি আজাদের বাড়ির কাছে। গতকাল বৃহস্পতিবা দিবাগত রাত আড়াইটর দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে পূর্ব বাদুরতলা গ্রামের ওই স্থানে ডাকাতদল অবস্থান নিয়েছে খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবকে দেখে ডাকাত দল গুলি ছোড়ে এবং র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ‘বন্দুকযুদ্ধের’ খবর পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের দেহ উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, একজনের লাশ থানায় আনা হলেও ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠান হয়েছে। র‍্যাব এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে। নিহতের নাম বা পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। নাম পরিচয় জানার জন্য আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সাগর ও সুন্দরবন কেন্দ্রিক জলদস্যুদের তৎপরতা তিন বছর আগে প্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও ইদানিং তাদের উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে জানায় র‍্যাব ও পুলিশের বিভিন্ন সূত্র। গত মাসে এক জেলেকে গুলি করে হত্যাসহ প্রায় ২০টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয় এবং সর্বস্ব লুটে নেয় দস্যুরা। মুক্তিপণের জন্য জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...