ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় সাবেক নারী ভাইস চেয়ারম্যানের বাসায় হামলার অভিযোগে তিনজন গ্রেফতার

মঠবাড়িয়ায় সাবেক নারী ভাইস চেয়ারম্যানের বাসায় হামলার অভিযোগে তিনজন গ্রেফতার


মঠবাড়িয়া প্রতিনিধি ⤵️
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাড়ির সীমানার নির্মানাধীন পিলার ও বসত ঘরে ভাংচুরের অভিযোগে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আওলাদ মুন্সী (৫৫), জসিম খলিফা (৩০) ও আনসার খলিফা নামে তিন জনকে গ্রেপ্তার করেছে। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতৃ মাকসুদা আক্তার বেবী শুক্রবার দিনগত রাতে তিন জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী জসিম খলিফার সাথে মাকসুদা আক্তার বেবীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সন্ধার দিকে প্রতিপক্ষ জসিম খলিফার নেতৃত্বে ১০-১২ জন লোক ওই সীমানা পিলার ভেঙে ফেলে । এসময় প্রতিপক্ষরা মাকসুদা আক্তার বেবীর বসত ঘরে হামলা চালিয়ে মালামাল তছনছ করে । মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত অপর আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...