ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় বাল্যবিয়েতে পুলিশ হাজির 🔻 টেবিলে খাবার ফেলে পালালো বরযাত্রী

মঠবাড়িয়ায় বাল্যবিয়েতে পুলিশ হাজির 🔻 টেবিলে খাবার ফেলে পালালো বরযাত্রী

মঠবাড়িয়া প্রতিনিধি ⤵️

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাল্যবিয়ের আয়োজন পুলিশী তৎপরতায় পণ্ড হয়ে গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়িতে হাজির হলে বরযাত্রীরা টেবিলে খাবার ফেলে পালিয়ে যান। আজ শুক্রবার দুপুরে উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামে বাল্য বিয়ে পণ্ড করে দেয় পুলিশ।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, আজ শুক্রবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে বাদশা হাওলাদার নামে প্রবাসি এক তরুণের সাথে বেতমোড় ইউনিয়নের রাজপাপড়া গ্রামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। প্রবাসী ওই বরের সাথে মোবাইল ফোনে ওই কিশোরীর বিয়ের অনুষ্ঠানে দুপুরে বরযাত্রীরা উপস্থিত হয়। পুলিশ গোপনে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এসময় বরযাত্রীদের খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। পরে পুলিশ দেখে বর পক্ষের লোকজন টেবিলে খাবার ফেলে দৌড়ে পালিয়ে যান। এসময় কণের পক্ষের কাছ থেকে ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হলে এ বিয়ে হবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে বিয়ের আয়োজন পণ্ড করে দেয় পুলিশ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, জন্মসনদ অনুযায়ী স্কুল পড়ুয়া ওই কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। সে অষ্টম শ্রেণীর ছাত্রী। এ বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...