ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন হামলা ও ভাংচুরের প্রতিবাদ

মঠবাড়িয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন হামলা ও ভাংচুরের প্রতিবাদ


মঠবাড়িয়া প্রতিনিধি ⤵️

সম্প্রতি খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারে হামলা, মন্দির, প্রতিমা, দোকান পাট ও ঘর বাড়ি ভাংচুর লুট এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ কে নৃশংস হত্যার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে হিন্দু সম্প্রদায় ও বিভন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
শেষে জাতীয় হিন্দু মহাজোট মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক বাবু শ্যামল মিত্রের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট যুগ্ম আহবায়ক প্রিন্স অধিকারী, সদস্য সচিব বাবু অজয় মজুমদার, সদস্য স্বপন কুমার হাওলাদার, যুগল কৃষ্ণ অধিকারী, তুষখালী ইউনিয়ন সভাপতি সুমন বেপারী, বেতমোর ইউনিয়ন সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বেপারী, উপজেলা যুব মহাজোট সভাপতি অভিজিৎ হালদার, সাধারণ সম্পাদক তাপস দেবনাথ, উপজেলা ছাত্র মহাজোট সভাপতি শিশির অধিকারী, সাধারণ সম্পাদক সবুজ সিকদার, সাংগঠনিক নয়ণ বল, বিশ্ব মতুয়া পরিষদ সভাপতি তিমীর কান্তি হালদার, সদস্য পলাশ বৈরাগী প্রমূখ।

এ প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু শ্যামা শংকর রায়, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ সাওজাল, বাবু পার্থ বেপারী, স্বর্ন ব্যবসায়ি সমিতির সভাপতি বাবু রতন কর্মকার বক্তব্য দেন।
বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টকারিদেও আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করে, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...