ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে সদ্য-নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল কারাগারে

পিরোজপুরে সদ্য-নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল কারাগারে


পিরোজপুর প্রতিনিধি 🔴
পিরোজপুর সদর উপজেলার ০২ নং কদমতলা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার মামলায় সদ্য নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল (৩৪) ও জালাল ফকির(৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুইজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
বিপুল ভোটে বিজয়ী সদর উপজেলার ০২ নং কদমতলা ইউনিয়নের সদ্য নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল কে গ্রেফতারের পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারণ মানুষর মধ্যে। এ ঘটনায় ০২ নং কদমতলা ইউনিয়নের সাধারণ মানুষ ও ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল এর সমর্থকরা ক্ষোভে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এলাকার সাধারণ মানুষদের অভিযোগ নির্বাচনের জের ধরে সদ্য নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল কে আসামী করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল এর স্ত্রী মিতু আক্তার জানান, জনপ্রিয়তা ও নির্বাচনে বারবার বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারনেই তার স্বামী নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল কে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। যে ঘটনায় রিয়াজ হোসেন উজ্জল কে আসামী করা হয়েছে সে ঘটনার সাথে তিনি কোন ভাবে জড়িত ছিলেন না।
ইউপি নির্বাচনের তৃতীয় দিন ২৩ জুন বুধবার রাতে কদমতলা খানাকুনিয়ারী এলাকায় একটি মারামারি ও হামলার ঘটনায় আহত হয় স্থানীয় রুহুল আমিন। পওে রুহুল আমিনের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে নির্বাচিত ইউপি সদস্য রিয়াজ হোসেন উজ্জল সহ ১৪ জন নামীয় ও ২০/২৫ জন কে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ. মো: মাসুদুজ্জামান জানান, মারামারি ও হামলার মামলায় ইউপি সদস্যসহ ১৪ জন নামীয় এবং আরো ২০/২৫ জনকে অজ্ঞাত আসামীর মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলমান আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...