ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরের মহাসড়ক গুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান, টমটম

পিরোজপুরের মহাসড়ক গুলোতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান, টমটম


পিরোজপুর প্রতিনিধি 🔴
করোনা মহামারীতে সারাদেশে লকডাউন সফল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিলেও পিরোজপুরে মানছে না কেউ সে নির্দেশনা। শুক্রবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক গুলোতে ঘুরে দেখা গেছে অবাধে চলছে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ভ্যান। শুধুমাত্র সদর উপজেলাই নয় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক গুলোর একই চিত্র দৃশ্যমান।

শহরের বিভিন্ন সড়কে ও আঞ্চলিক মহাসড়কে চলছে ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান, টমটম, মাহিন্দ্র সহ সকল প্রকার যানবাহন। স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এগুলোচলা চলের জন্য নিষেধাজ্ঞা জারি করার কথা বললেও জেলার ৭ টি উপজেলার সড়ক আঞ্চলিক মহা সড়ক গুলোতে মানছে না কেউ। লকডাউনে পরিবহন চলাচল বন্ধ থাকার ফলে ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান, টমটম, মাহিন্দ্র নিয়ে মানুষজন ছুটে চলছে মাইলের পর মাইল জেলা থেকে অন্য জেলাতে। এ নিয়ে যেনো প্রশাসনেরও নেই কোন মাথাব্যাথা। লকডাউন মানাতে অন্যান্য ব্যবস্থা গ্রহন করলেও ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান, টমটম এগুলো বন্ধের জন্য প্রশাসন থেকে নেয়া হচ্ছে না তেমন কোন কার্যকরী ব্যবস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২০ জুন টাস্কফোর্সের তৃতীয় সভায় সড়ক পরিবহন সেক্টর শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত সড়ক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেল চালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি এবং মোটর লাগানো হয়েছে শুধুমাত্র সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি/মোটর খুলে ফেলার একটি সিদ্ধান্ত হয়েছে। এবং সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সবখানে পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. শরীফ মাহমুদ অপু ।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, লকডাউন সফল করতে মাঠে থেকে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। জেলা থেকে দূরপাল্লার কোন বাস ও লঞ্চ ছেড়ে যাচ্ছে না। তবে ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান, টমটম চলাচলের বিষয়ে আমরা এখনো কোন নির্দেশনা পাইনি। তবে নির্দেশনা পেলে তা কার্যকর করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, জেলায় করোনা পরিস্থিতি অবনতিশীল। করোনা মাহামারী প্রতিরোধে জেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান, টমটম চলাচলের বিষয়ে আমরা এখনো কোন নির্দেশনার চিঠি পাইনি। নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...