ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় মৎস্যজীবি নিহত 🌀 দুইজন আটক

ভাণ্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় মৎস্যজীবি নিহত 🌀 দুইজন আটক

ভান্ডারিয়া প্রতিনিধি 🔴
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে রোববার রাতে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পরেশ হালদার (৬০) নামের এক মৎস্যজীবি খুন হয়েছে। সে পূর্ব পশারীবুনিয়া গ্রামের সখানাথ হালদারের ছেলে। এঘটনায় পুলিশ নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালাদার নামের অপর দুই মৎসজীবিকে আটক করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৯ টার দিকে পরেশ হালদার প্রতিদিনের ন্যায় পশারীবুনিয়া নাথপাড়া খালে বাঁধা জাল পাততে যায় । এসময় নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদার ও নারায়ন মিস্ত্রী একই জায়গায় জাল পাততে চাইলে পরেশ এতে বাধা দেয় এবং বাক বিতন্ডার এক পর্যায়ে এরা পরেশ হালদার কে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে থাকে এসময় পরেশ প্রাণ ভয়ে দৌড়ে তার নিজ বাড়ীতে চলে এলে প্রতিপক্ষ তার পেছন পেছন তার ওপর হামলা চালতে তাদের বাড়ীতে চলে আসে। প্রতিপক্ষের আঘাতে এক পর্যায়ে পরেশ হালদার তার স্বজনদের সামনেই নিজ বাড়ীর আঙিনায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় সে ।
ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, রোববার রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...